
আফ্রিকার কাপ অব নেশন্সে শেষ ষোলোর ম্যাচে বেনিনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে মিশর। এই জয়ে শেষ আটের টিকিট পেয়েছে তারা। এই ম্যাচে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মোহাম্মদ সালাহ।
ম্যাচটি সহজ দেখালেও মিশরের জন্য তেমন সহজ জয় ছিল না এটি। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। তবে অতিরিক্ত সময়ে দুই গোল দেয় মিশর।
ম্যাচের ৬৯তম মিনিটে মারওয়ান আতিয়া মিশরকে লিড এনে দেন। তবে ৮৩ মিনিটে জোডেল ডসো বেনিনকে সমতায় ফেরান। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ সমতায় থাকলে তা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৭তম মিনিটে প্রথমে ইব্রাহিম আর ১২৪তম মিনিটে গোল করেন সালাহ।
এই গোলটি করে টুর্নামেন্টের ইতিহাসের পাতায় নাম লেখেন সালাহ। মিশরের তৃতীয় খেলোয়াড় হিসেবে আফকনে দুই অঙ্কের ঘরে তার গোল পৌঁছাল। আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় তার গোল এখন ১০। এই তালিকায় তার উপরে আছেন হাসান এল শাজলি (১২) ও হোসাম হাসান (১১)।
এদিকে শেষ আটে মিশরের প্রতিপক্ষ হবে বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের মধ্যে জয়ী দল। রাতের আরেক ম্যাচে মোজাম্বিককে ৪-০ গোলে উড়িয়ে শেষ আটে উঠেছে নাইজেরিয়া।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]