রাত পোহালেই পর্দা উঠছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের
প্রকাশ : ০১ জুন ২০২৪, ২০:৫০
রাত পোহালেই পর্দা উঠছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ডালাসে পর্দা উঠছে টি২০ বিশ্বকাপের নবম আসর। রাত পোহালেই বাজতে শুরু করবে টি২০ ক্রিকেটের বিশ্বকাপের দামামা।


প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তর আমেরিকার দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। টেক্সাসের ডালাসে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল (রবিবার) ভোর সাড়ে ৬টায়।


যুক্তরাষ্ট্র-কানাডা দুই দলই এবার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে কোনো বাছাই খেলতে হয়নি, আর আমেরিকান বাছাই জিতে টিকিট পেয়েছে কানাডা। ডালাসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চললেও, সেখানে সেভাবে কোনো উত্তেজনা নেই। বাংলাদেশসহ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচই এখানে বৃষ্টিতে ভেসে গেছে। ফলে ৭ হাজার ধারণক্ষমতার ডালাসের গ্যালারি পুরোপুরি ভরা নিয়েও শঙ্কা রয়েছে। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি।


বিশ্বকাপের উদ্বোধনী দিন গায়ানায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। ওই ম্যাচের আগে একটি অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আয়োজন নিয়ে সেভাবে কিছু দৃষ্টি আকৃষ্ট না হলেও, ক্যারিবীয় দ্বীপটি ব্যতিক্রম। যেখানে পা রাখা দেশগুলোর অধিনায়কদের তারা বরণ করে নিয়েছে।


প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে হবে মেগা ইভেন্টটি। রিজার্ভ ডে থাকছে প্রথম সেমিফাইনাল ও ফাইনালে। আয়োজক দেশ দুটির টাইম জোনের সাথে ভারতীয় উপমহাদেশের সময়ের বেশ বড় পার্থক্য রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে ১ জুন বিশ্বকাপের পর্দা উঠলেও, বাংলাদেশে সেটি হয়ে যাচ্ছে ২ জুন। দেশটির সঙ্গে বাংলাদেশের রয়েছে ১১ ঘণ্টার ব্যবধান। একইভাবে ক্যারিবীয় দ্বীপের সঙ্গেও ১০ ঘণ্টার ব্যবধান রয়েছে। ফলে বিশ্বকাপের কিছু কিছু ম্যাচ বাংলাদেশ সময় রাত এমনকি মধ্যরাতেও অনুষ্ঠিত হতে দেখা যাবে।


বিশ্বকাপে বাংলাদেশ কখনই সেমিফাইনালে খেলতে পারেনি। পাঁচবার দ্বিতীয় রাউন্ডই সেরা সাফল্য। এবারও দলকে ঘিরে বড় কোনো প্রত্যাশা করা কঠিনই। বিশেষ করে, বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচের সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশ দল অনেক চাপে থাকবে। এই চাপ জয় করে নাজমুল হোসেন শান্তর দল নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারবেন কি না, সেটি সময়ই বলে দেবে।


এবারের বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ, যার মধ্যে যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হবে ১৬টি ম্যাচ, বাকিগুলো ওয়েস্ট ইন্ডিজের ছয় ভেন্যুতে হবে। সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনাল সবই ওয়েস্ট ইন্ডিজের মাঠে অনুষ্ঠিত হবে। ২৯ জুন বার্বাডোজে ফাইনাল।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com