বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি, নিরাপত্তা জোরদার
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৫:৩৫
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি, নিরাপত্তা জোরদার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তাই উৎসবের দামামা বাজছে যুক্তরাষ্ট্রে। কিন্তু যুক্তরাষ্ট্রের উৎসবে বাদ সাধার ঘোষণা দিয়েছে জঙ্গি সংগঠন আইএসএস-কে।


টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার প্রাক্বালে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে এই উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী। অতীতে ভয়ানক ত্রাস সৃষ্টি করা এই গোষ্ঠীর হামলার হুমকির জেরে ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে নিউইয়র্ক পুলিশ।


নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেন, একটি ভিডিও বার্তায় জ ঙ্গি সংগঠনের পক্ষ থেকে লোন উলফ হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ হবে এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনো কিছুই উড়িয়ে দেয়া যায় না।


সম্প্রতি নাসাউ স্টেডিয়ামের উপর একটি ড্রোন উড়তে দেখা যায়, যেখানে লেখা ৯/৬/২০২৪। এ ঘটনার পর আরও নড়েচড়ে বসেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।


নিউইয়র্ক শহরের গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তাদের পাওয়া তথ্য অনুযায়ী ‘এই মুহূর্তে বিশ্বাসযোগ্য কোনো জননিরাপত্তা হুমকি নেই।


নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়ে তিনি বলেছেন, মানুষের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি। তবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। গত কয়েক মাস ধরেই আমাদের প্রশাসন যোগাযোগ রাখছে নাসাউ কাউন্টি এবং ফেডারেল ল এনফোর্সমেন্টের সঙ্গে। নিউইয়র্কের মানুষ এবং বাইরে থেকে যারা ম্যাচ দেখতে আসবেন তারা যাতে সুরক্ষিত থাকেন সে ব্যবস্থা আমরা করব।


তিনি বলেন, নিউইয়র্ক পুলিশকে সরাসরি অর্ডার দেওয়া হয়েছে নিরাপত্তা জোরদার করতে। সঙ্গে বলা হয়েছে আইনের প্রয়োগ, নজরদারি এবং যাচাই-বাছাই করাও। জনগণের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ নিরাপদ এবং উপভোগ্য নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


ম্যানহাটন থেকে ২৫ মাইল দূরে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত। এই মাঠে ৩ থেকে ১২ জুনের মধ্যে মোট আটটি ম্যাচ হবে। সব ম্যাচে নিরাপত্তা জোরদার করা হবে বলে নিশ্চিত করেছে আইসিসিও। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘টুর্নামেন্টের সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম কাজ। আমাদের কাছে খুব ভালো এবং শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা আছে। ইভেন্টের যেকোনো ধরনের ঝুঁকি কমাতে আমরা আয়োজক দেশের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় হাসপাতালগুলোকে সতর্কতাস্বরূপ প্রস্তুত থাকতে বলেছে। বিশ্বকাপ শুরুর আগেই এই বিষয়টি জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।


আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। সম্প্রতি এই ম্যাচকে ঘিরে উগ্রবাদী জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে আইএসএস-কে ভারত-পাকিস্তান ম্যাচের হামলার নাম দিয়েছে ‘লোন উলফ’। যে কেউ এই হামলা করতে পারে বলে হুঁশিয়ারি করা হয়েছে।


এছাড়া কিছুদিন আগে নাকি স্টেডিয়ামের ওপর একটি ড্রোনও দেখা যায়। তাতে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ ‘৯ /৬ / ২৪’ লেখা ছিল। এরপর থেকেই নিউইয়র্ক প্রশাসন নিরাপত্তা জোরদারে বাড়তি মনোযোগ দিয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com