মধ্যরাতে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০১:২৪
মধ্যরাতে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হতে আর ৫ দিনের অপেক্ষা। অংশগ্রহনকারী বেশিরভাগ দল আগেই নিজেদের জার্সি উন্মোচন করেছে। দল ঘোষণার পর অবশেষে প্রকাশিত হলো আসন্ন টি২০ বিশ্বকাপের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি। বলতে গেলে মধ্যরাতেই জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


রবিবার (২৬ মে) রাতে জার্সি প্রকাশ করে বিসিবি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে পুরো স্কোয়াডের এক ছবি দিয়ে উন্মোচন করা হয় নতুন জার্সিটি।


চিরায়ত নিয়ম মেনে এবারও লাল ও সবুজ রঙের মিশেলে বাংলাদেশের ঐতিহ্য আর গৌরব ধারণ করেই বিশ্বকাপের জার্সি তৈরি করা হয়েছে। জার্সির সামনে সাদা রঙে বাংলাদেশের এবং স্পন্সরের নাম, আর পেছনে খেলোয়াড়ের নাম ও নম্বর ব্যবহার করা হয়েছে। একই রঙে থাকছে বিশ্বকাপের লোগোটাও।


এছাড়া জার্সিতে বাঘের ডোরাকাটা আবছা ছাপ রাখা হয়েছে। প্রতিবারের ন্যায় জার্সিতে লাল রঙেরও ব্যবহার আছে। তবে আগের মত এতটা বেশি নয়। কাঁধে লাল রেখা নেমে গিয়েছে বাঘের চামড়ার আদলে। মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালি রঙের ছাপ।


তবে টাইগারদের আসল জার্সি পাওয়া যাবে না কোনো আউটলেটে। ভারত-পাকিস্তানের সমর্থকরা সহজেই অনলাইন থেকে দলের জার্সি কিনতে পারলেও, সে সুযোগ পাচ্ছে না বাংলাদেশি সমর্থকরা। অবশ্য বিসিবি চাইলে জার্সি সরবরাহ করবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান।


এর আগে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের স্কোয়াড ও জার্সি উন্মোচন করা হয়েছিল। টি২০ বিশ্বকাপের বেলায় অবশ্য সেটি হয়নি। তবে এবার স্যুট-বুটেড হয়ে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে।


উল্লেখ্য, আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি২০ বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। এরপর ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com