
বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরুর দিকেই ক্রিকেটারের পাশাপাশি উদ্যোক্তার পরিচয় লাগিয়েছিলেন নিজের নামের পাশে। বিজ্ঞাপনের মডেল কিংবা অভিনেতা হিসেবেও দেখা যায় তাকে। এবার অভিনেতা হয়ে সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিতে চান বলে জানিয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে রূপালি পর্দায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নৈশভোজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোলামেলা কথা বলেন সাকিব আল হাসান।
সে সময় সিনেমা করার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আসলে এ ধরনের আলোচনাগুলো খুবই অবান্তর। সত্য কথা বলতে আমার কাছে মাঝেমধ্যে হাসি পায় যে মানুষ কতরকম চিন্তা করতে পারে। আসলে সিনেমা করতে তো সমস্যা নেই, আমি সবকিছুর অভিজ্ঞতা নিতে পছন্দ করি। নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া খারাপ কিছু না।
তিনি বলেন, যদি মানুষ ভালোভাবে নেয় তাহলে তো ভালো, আর না নিলে আমি আমার পেশাতেই থাকব।
এছাড়াও বিশ্বকাপ প্রসঙ্গে সাকিব বলেন, যারা দলে নতুন আসছে তারা অনেক ভালো করছে, তাদের পাওয়ার হিটিংয়ে অনেক সামর্থ্য রয়েছে। গত ৭-৮ বছরে যারা আসছে তারা পাওয়ার হিটিংয়ে আমাদের চেয়ে অনেক ভালো। তাই বিশ্বকাপে ভালো কিছুরই প্রত্যাশা করছি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন সাকিব। আগামীকাল তার দেশে ফেরার কথা। এরপর শেখ জামালের জার্সিতে সুপার লিগে দুটো ম্যাচে খেলে যোগ দেবেন জাতীয় দলে। জিম্বাবুয়ে সিরিজের শেষ তিন ম্যাচে পাওয়া যাবে এই অলরাউন্ডারকে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]