বিসিবি সভাপতির কাছে যে অনুরোধ জানিয়েছেন সুজন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১৭:৫৯
বিসিবি সভাপতির কাছে যে অনুরোধ জানিয়েছেন সুজন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন খালেদ মাহমুদ সুজন। বিসিবি পরিচালক ছাপিয়ে কখনো কোচ, কখনো ম্যানেজার আবার কখনো তিনি হয়ে যান দলের টিম ডিরেক্টর। গত বিশ্বকাপেও টিম ডিরেক্টর হিসেবে ভারতে গিয়েছিলেন সুজন।


কয়েক দিন আগেই বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল খালেদ মাহমুদ সুজনকে। বিশ্বকাপ ব্যর্থতার পিছনে তার হস্তক্ষেপকে দায়ী করা হয়েছে বলে জানানো হয়। এবার সেই রাগ উগড়ে দিলেন সুজন।


সুজনের দাবি, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে যথেষ্ট সম্মান পাননি তিনি। ফলে আর এমন দায়িত্ব নিতে চান না সাবেক এই অলরাউন্ডার। আর বিসিবি সভাপতির কাছেও অনুরোধ জানিয়ে রাখলেন, তাকে যেন আর অনুরোধ না করা হয়। অবশ্য সুজন বলেছেন পাপন ভাই তার অধিনায়ক।


সুজন বলেন, 'পাপন ভাই আমার অধিনায়ক উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করবো। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোন সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’


নিজের সম্মানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’


সুজনের মন্তব্য, তিনি ট্যুর করতে জাতীয় দলের সঙ্গী হন না। বিশ্বকাপে সম্মান না পাওয়া নিয়ে সুজনের ভাষ্যে, 'ট্যুর করতে বাংলাদেশ দলের সাথে যাই না। আমি ট্যুর পার্টি না, আমি এটার জন্য আগ্রহী না। আমি মনে করি, এর চেয়ে বেটার জব আমি করতে পারব। হয়ত বা আমি বড় কোচ না, অত বেশি জানিও না ক্রিকেট নিয়ে। আমার যে সম্মান আছে, আমার মনে হয়ে সেটা আমি শেষ বিশ্বকাপে পাইনি। আমি মনে করি জাতীয় দলের অ্যাসাইনমেন্ট আমি ডিজার্ভ করি না।'


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com