চোটের কারণে টি-২০ বিশ্বকাপ শেষ তাইজুলের
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১৫:৪২
চোটের কারণে টি-২০ বিশ্বকাপ শেষ তাইজুলের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিগামেন্টের চোট নিয়েই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলেছেন তাইজুল ইসলাম। এ চোটের কারণে টি-২০ বিশ্বকাপের দলে বিবেচনায় থাকছেন না তিনি। যদিও টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল। তবে বাকি দুই ফরম্যাটে আসা-যাওয়ার মাঝে থাকেন তিনি। ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে।


কদিন আগে টি-২০ বিশ্বকাপের ভাবনায় ঢাকার যুক্তরাষ্ট্র অ্যাম্বাসিতে ভিসা প্রক্রিয়ার কাজে যান তাইজুল।


এরই মধ্যে জানা গেল, লিগামেন্টের চোটে পড়েছেন তাইজুল। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে এই চোট নিয়েই খেলেছেন তিনি। চোটের ধরন অনুযায়ী অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাইজুলকে। সেটা হলে ২০২৪ টি-২০ বিশ্বকাপে তাইজুলের খেলার সম্ভাবনা নেই।


বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাইজুল ও সৌম্যর পুনবার্সন চলছে। দুজনই চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন। ঈদের পর ফিটনেস পরীক্ষা দেবেন তারা। এরপরই বুঝতে পারব চোট কতখানি গুরুতর।’


এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ পায়ে চোট পান সৌম্য। এরপর শুরু হয় তার চোট কাটিয়ে ওঠার লড়াই। যে কারণে খেলতে পারছেন না ডিপিএলে। তবে সুস্থ হয়ে উঠলে তিনি খেলতে পারেন জিম্বাবুয়ে সিরিজে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com