
ম্যাচের ২৪ মিনিটে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহাকে বাজেভাবে ফাইল করে লালকার্ড দেখেন লাস পালমাসের গোলরক্ষক অ্যাভেরো ভ্যালিস। ফলে দলের একমাত্র ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদিকে তুলে নতুন গোলরক্ষক অ্যারন এসকানডেলকে নামায় লাস পালমাস।
শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হলেও বার্সাকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দেয় লাস পালমাস। স্বাগতিকদের তারা আটকে রেখেছিল ম্যাচের ৫৯ মিনিট পর্যন্ত। অবশেষে বার্সার হয়ে গোল করেন ফাউলের স্বীকার ব্রাজিলিয়ান রাফিনহা।
পিছিয়ে পড়ার পর রক্ষণভাগকে আরো শক্তিশালী করে বার্সাকে আার গোল করতে দেয়নি লাস পালমাস। যে কারণে ১-০ গোলে কষ্টার্জিত জয় নিয়ে ফেরে কাতালনের ক্লাবটি। ২০২২ সালের অক্টোবরের পর এই প্রথম টানা ৫ ম্যাচে জয় পেলো বার্সা।
শুরুর দিকে অবশ্য লাস পালমাসের জালে বল জমা করেছিল বার্সা। তবে বরার্ট লেওয়ানডস্কির করা সেই গোল অফসাইডে দোষে বাতিল করে দেন রেফারি। এরপর ৩৫ মিনিটে আরও একটি সুযোগ মিস করেন লেওয়ানডস্কি। পোলান্ড তারকার করা হেড গোলবারে আঘাত লেগে ফিরে আসে।
৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের দ্বিতীয়স্থান আরও মজবুত করেছে বার্সা। এক ম্যাচ কম খেলে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৬২। আর বরাবরের মতোই শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭২ (৩০ ম্যাচে)।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]