
শুরুটা একদমই ভালো হয়নি টাইগ্রেসদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। এবার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা।
রোববার (৩১ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে দুই দলের।
ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে স্বাগতিকরা কতটা আধিপত্য বজায় রাখতে পারবে সেটাই এখন দেখা বিষয়।
টি-টোয়েন্টিতে মাইটি অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নও তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের নিজেদের হেক্সা মিশন সফল করেছে এলিস পেরিরা। তাই টি-টোয়েন্টি সিরিজটাও যে টাইগ্রেসদের জন্য কঠিন হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত।
তবে টি-টোয়েন্টি ফরম্যাটে সম্প্রতি জ্যোতি-নাহিদাদেরও বেশকিছু ভালো স্মৃতি রয়েছে। সেগুলোকেই আত্মবিশ্বাস হিসেবে নিতে চায় টাইগ্রেসরা। গত বছর ঘরের মাঠে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে চমক দেখিয়ে ছিল টাইগ্রেসরা। যদিও ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়েছিল। তবে সব মিলিয়ে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ গুলোতে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ।
তাই অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে করা ভুলগুলো দ্বিতীয়বার করতে চায় না নাহিদা-মারুফারা। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে ভালো কিছু করার প্রত্যাশা বাংলাদেশের।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]