
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বহুল কাঙ্ক্ষিত সেই বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার। দুপুর দুইটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে বিসিবির এজিএম।
আসন্ন এই এজিএমের জন্য দুই দফায় বাজেট বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এজিএমের বাজেট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি টাকা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদকালীন সময়ে দ্বিতীয় এজিএম হতে যাচ্ছে এটি। সর্বশেষ এজিএম হয়েছিল ২০২২ সালে।
সব জেলা, বিভাগ, ক্লাব, সংস্থা মিলিয়ে ১৭০ জন কাউন্সিলর বিসিবিতে৷ প্রত্যেক কাউন্সিলরকে বিসিবি এবার নগদ ৫০ হাজার টাকা ও আইপ্যাড উপহার দেবে৷
উল্লেখ্য, গত ৯ মার্চ হঠাৎ করে বোর্ড সভা ডেকেছিল বিসিবি যেখানে আলোচনার কেন্দ্রে ছিল চলতি বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]