
অস্ট্রেলিয়া-পাকিস্তান দুই দলের কারোর সামনেই এখন নেই দ্বিপাক্ষিক সিরিজের চাপ। এখন সবার মতো দুই দলেরই লক্ষ্য জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ।
গতবারের মতো এবারও অস্ট্রেলিয়ান গ্রীষ্মে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গতবার শুধুমাত্র লাল বলের সিরিজে আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানকে। এবার আমন্ত্রণ জানানো হচ্ছে সাদা বলের সিরিজের জন্য। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
একইদিনে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে ৫ ম্যাচের টেস্ট সূচিও চূড়ান্ত করেছে ভারত। ৩৩ বছর পর এবারই পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজ চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। সিরিজে থাকবে একটি দিবারাত্রির টেস্ট।
বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। অবশ্য ভালো কিছু করতে পারেনি পাকিস্তান। বরং ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]