
রোনালদোকে পেছনে ফেলে ২০২৩ সালের এশিয়া অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। এই নিয়ে টানা সপ্তমবার এশিয়ার সেরা ফুটবলার হলেন সন। সবমিলিয়ে নবমবারের মতো এশিয়ার সেরা নির্বাচিত হলেন টটেনহ্যামের ফরোয়ার্ড।
৩১ বছর বয়সী সন ২২.৯ শতাংশ ভোট পেয়েছেন। তার স্বদেশী বায়ার্ন মিউনিখ তারকা কিম মিন-জায়ে পেয়েছেন ১৯.৫৪ শতাংশ ভোট। ১৭.০৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন রোনালদো।
পুরস্কার না জিতলেও, ২০২৩ সালে শীর্ষ পর্যায়ের ফুটবলে সবার চেয়ে বেশি গোল করেছেন রোনালদো। ৩৮ বছর বয়সী এই উইঙ্গার গত বছর ক্লাব ও জাতীয় দলের জার্সিতে মোট ৫৩টি গোল করেছেন। বয়সকে নিয়মিত বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় সন একজন সুপারস্টার। টটেনহ্যাম সমর্থকদের কাছেও বেশ প্রিয় তিনি। এই ক্লাবের অধিনায়কও তিনি। নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলেরও। গত সোমবার তার দল দক্ষিণ কোরিয়া এশিয়ান কাপের প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে বাহরাইনকে।
আগামী শনিবার জর্ডানের বিপক্ষে মাঠে নামবেন সনরা। এরপর ২৫ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। 'দ্য রেডস' যদি এই এই টুর্নামেন্ট জিতে যায়, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্পার্সদের হয়ে খেলতে পারবেন না তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]