
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটে নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।
১৬ জানুয়ারি, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
আবুধাবির টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল নাসির হোসেনের বিরুদ্ধে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি।
নাসিরের বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আরো ৬ মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]