
তিনদিন পরই মাঠে গড়াবে বিপিএলের দশম আসর, একই সময়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সব মিলিয়ে পুরুষ ক্রিকেটার বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে বসে থাকার সুযোগ নারী ক্রিকেটারদেরও। পাকিস্তান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আসন্ন এই সিরিজে জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ জানুয়ারি, সোমবার সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ঘোষণা করেছ বিসিবি।
আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি। শ্রীলঙ্কার নারীদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলার বাঘিনীরা।
প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারে। প্রথম ম্যাচে সকাল ১০টায় শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ।
পরের দিন দুপুর ১২টায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কার মেয়েরা। এছাড়া ২৭ জানুয়ারি সকাল ১০টায় পাকিস্তানের বিপক্ষে খেলবে সুমাইয়া আক্তাররা।
২৮ জানুয়ারি দুপুর ১২টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ৩০ জানুয়ারি সকাল ১০টায় পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কার মেয়েরা।
৩১ জানুয়ারি দুপুর ১২টায় পাকিস্তানের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগ্রেস। এই ম্যাচের মধ্য দিয়ে রাউন্ড পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ।
এরপর ২ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ত্রিদেশীয় এই প্রতিযোগিতার। দুপুর ১২টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনালটি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড:
সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, হাবিবা ইসলাম পিনকি, জানাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার, আনিশা আক্তার সোবা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]