
আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোর পর ক্লাবের পক্ষ থেকে মেসিকে সংবর্ধনা জানাননি পিএসজি। গ্রীষ্মে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই সেই ক্ষোভ উগড়ে দেন মেসি। জানান, বিশ্বকাপজয়ী স্কোয়াডের একমাত্র সদস্য তিনি, যাকে ক্লাব কোনো ধরণের স্বীকৃতি দেয়নি। এমনকি প্যারিসের সময়কালকে 'নরকবাস' এর সঙ্গেও তুলনা করেছিলেন মেসি।
পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি মেসির এমন কথা হজম করতে পারছেন না। পিএসজি ছাড়ার পর ক্লাবটির প্রতি ‘সম্মান’ দেখাননি লিওনেল মেসি, এমন কথাই বলেছেন নাসের আল খেলাইফি। পিএসজি সভাপতি মঙ্গলবার (৯ জানুয়ারি) ফরাসি রেডিও আরএমসির সঙ্গে আলাপচারিতায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করেন।
খেলাইফি বলেন, 'আমরা বলি যখন আমরা সেখানে থাকি, তখন নয় যখন আমরা আর সেখানে থাকি না। তাকে (মেসি) আমি অত্যন্ত সম্মান করি কিন্তু কেউ যদি পিএসজি নিয়ে এর (মেসির বিদায়) পর বাজে কথা বলে, সেটা ভালো বিষয় নয়। এটা সম্মানজনক নয়, সে খারাপ ব্যক্তি নয়, কিন্তু আমি এটা পছন্দ করি না। এটা শুধু তার ক্ষেত্রেই নয়, বরং সকলের বেলাতেই।'
পিএসজি ছাড়ার পর দীর্ঘ সময় মেসি চুপচাপই ছিলেন। কিন্তু সম্প্রতি মুখ খোলেন তিনি। মিগু গ্রানাদোসকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিতে তার সেই সময় নিয়ে বলেছিলেন, 'আমিই একমাত্র খেলোয়াড় যে স্বীকৃতি (বিশ্বকাপ জিতে ক্লাবে ফেরার পর) পাইনি, যা বাকি ২৫জন পেয়েছিল।'
মেসির প্রতি হতাশ হলেও তাঁকে নিয়ে দৃষ্টিভঙ্গি বদলায়নি পিএসজি সভাপতি খেলাইফির। আরএমসিকে বলেছেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। বার্সেলোনায় অনেক বছর কাটিয়ে (পিএসজিতে) আসাটা তার জন্য সহজ ছিল না। বার্সেলোনায় তার জন্য সবকিছুই করা হয়েছে। ক্লাব, ম্যানেজমেন্ট, কোচ, খেলোয়াড়সবই ছিল মেসির জন্য। কিন্তু এখানে (পিএসজি) ব্যাপারটা এক রকম ছিল না। নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের মতো আরও কয়েকজন খেলোয়াড় ছিল।’
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]