
এবার দ্বিতীয় বিভাগের দল মিডলসবরোর কাছে হারল চেলসি, লিগ কাপের এই ১-০ গোলের হার বিদায়ের শঙ্কায় ফেলে দিয়েছে তাদের।
গোলমুখে চেলসি ফরোয়ার্ডদের ধার নেই বহু দিন ধরে। যে কারণে ভুগছে দলটা। গত ম্যাচেও হয়েছে একই ঘটনা। চেলসি সুযোগ পেয়েছে একাধিক। কিন্তু কাজে লাগাতে পারেনি।
ওদিকে মিডলসবরো নিজেদের পাওয়া প্রথম সুযোগটাকেই পথ দেখিয়েছে চেলসির জালের। হেইডেন হ্যাকনির সেই গোলই শেষমেশ জয়ের মুখ দেখিয়েছে দ্বিতীয় বিভাগের দলটিকে।
চেলসি গোলটা হজম করেছিল ম্যাচের ৩৭ মিনিটে। তবে এরপর লন্ডনের ক্লাবটির সামনে সুযোগ ছিল ম্যাচে সমতা ফেরানোর। তবে পরের ৫৩ মিনিটে চেলসি সমতা ফেরানোর মতো পারফর্ম্যান্স উপহারই দিতে পারেনি।
লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে হারলেও চেলসির সামনে সুযোগ আছে দ্বিতীয় লেগের। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি আগামী ২৫ জানুয়ারি খেলবে দলটির বিপক্ষে। ফাইনালে যেতে হলে সে ম্যাচে জিততেই হবে চেলসিকে।
চলতি মৌসুমের কারাবাও কাপের খেলায় ৬টি ম্যাচ হেরেছে মিডলজব্রা। কিন্তু চেলসিকে হারিয়ে এখন তারা ফাইনাল খেলার স্বপ্ন দেখছে। এর আগে ২০০৪ সালে কারাবাও কাপের শিরোপা জিতেছিল মিডলজ্রবা। ২০ বছর পর আবার সেই শিরোপা দিকে হাঁটছে
মিডলজব্রার বিপক্ষে টুর্নামেন্টের সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে আগামী ২৩ জানুয়ারি। অপরদিকে আজ বুধবার রাতে অপর সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামবে লিভারপুল ও ফুলহ্যাম।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]