
সোমবার (৮ জানুয়ারি) থেকে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। উদ্দেশ্য বিপিএলে খেলা। মঙ্গলবার (৯ জানুয়ারি)ও এসেছিলেন মিরপুরের মাঠে অনুশীলন করতে। তবে আজ নেটে ব্যাটিং অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন ওপেনার তামিম ইকবাল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাট করার সময় পেসার তাসকিন আহমেদের একটি ডেলিভারিতে বাম তর্জনীতে ব্যথা পান তামিম। ইনজুরির পর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।
এরপর আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইনডোর ছাড়তে দেখা যায় তামিমকে। যা বিপিএলে তার অংশ নেওয়াটা অনিশ্চয়তার মুখে ফেলেছে। এখন পর্যন্ত তামিমের ইনজুরির বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর পিঠের ইনজুরির কারণে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং নিউজিল্যান্ড সফরের সিরিজ মিস করেন তিনি।
আগামী ২০ জানুয়ারি ক্রিকেটে ফিরবেন তামিম। ঐ দিন বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সে বিপক্ষে খেলতে নামবে তামিমের দল ফরচুন বরিশাল।
তবে বিপিএলের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে চান তামিম।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]