দাপুটে জয়ে চতুর্থ রাউন্ডে ম্যানসিটি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১৬:১৫
দাপুটে জয়ে চতুর্থ রাউন্ডে ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রায় ৫ মাস মাঠের বাইরে ছিলেন কেভিন ডি ব্রুইনা। এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। বেলজিয়ান এই ফরোয়ার্ডের ফেরার দিনে দাপুটে জয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানসিটি।


রবিবার (৭ জানুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার বাহিনী।


শুরু থেকেই দাপট নিয়ে লড়তে থাকে সিটিজেনরা। এরপর ম্যাচের ৩৩তম মিনিটে ফিল ফোডেনের গোলে লিড পায় ম্যানসিটি। ম্যাচের খানিকটা সময় পরই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ম্যানুয়েল আকাঞ্জি। তবে ফোডেনের দারুণ ফিনিশিং আর ব্রুইনার মাঠে ফেরা ম্যানসিটি সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসায়।


ম্যাচের ৩৭তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ম্যানচেস্টার সিটি।


ম্যাচের ৫৮তম মিনিটে হাডার্সফিল্ড ডিফেন্ডার বেন জ্যাকসনের ভুলে আত্মঘাতী গোল পায় ম্যানসিটি। ম্যাচের ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে আদায় করেন ফোডেন। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে হাডার্সফিল্ডের জালে শেষ বলটি জড়ান জেরেমি ডকু।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com