
স্প্যানিশ লা লিগায় সময়টা বেশ ভালোই কাটছে রিয়াল মাদ্রিদের। চলমান মৌসুমের অর্ধেক ম্যাচ শেষে কেবল একটিতে হারের দেখা পেয়েছে দলটি। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর অপরাজিত রয়েছে কার্লো আনচেলত্তির দলটি। সেই জয়ের ধারা বজায় থাকলো কোপা দেল রেতেও। লুকা মদ্রিচ-জুড বেলিংহাম সহ মিয়মিত একাধিক ফুটবলারকে এদিন বিশ্রামে রেখেছিল দলটি। এতে অবশ্য খুব একটা ভাবতে হয়নি তাদের। স্পেনের চতুর্থ সারির দল আরানদিনার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল। এতে কোপা দেল রের শেষ ষোলোতে পৌঁছাল তারা।
স্থানীয় সময় শনিবার (৭ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে গোলের দেখা পেতে বেশ খানিকটা অপেক্ষা করতে হয়েছে আনচেলত্তির দলকে। শক্তি-সামর্থ্যে অনেকটা পিছিয়ে থাকলেও প্রথমার্ধে নিজেদের জাল অক্ষত রাখে স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের ছন্দে ফেরে রিয়াল। আরানদিনা ডিফেন্ডার ডি-বক্সে ব্রাহিম দিয়াসকে ফাউল করলে সেখানে পেনাল্টি পায় সফরকারীরা। সেখানে কোনো ভুল করেননি জোসেলু। এতে ৫৪তম মিনিটে এগিয়ে যায় তারা।
পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এবার গোল করেন দিয়াস। শেষ দিকে যেয়ে আরও একটি গোল পায় দলটি। ম্যাচের যোগ করা সময়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]