ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার জাগালো মারা গেছেন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:১২
ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার জাগালো মারা গেছেন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফুটবলার ও কোচ, দুই ভূমিকায় মাঠ রাঙানো চারটি বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


শুক্রবার (৫ জানুয়ারি) মৃত্যুবরণ করেন জাগালো। ১৯৩১ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। জাগালো ব্রাজিলকে প্লেয়ার হিসেবে দুটি ও পরে কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জেতান।


১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও সবচেয়ে সফল দল ব্রাজিল এর স্বাদ নেয় ১৯৫৮ সালে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন জাগালো। চার বছর পর ফের বিশ্বকাপ জিতে সেলেসাওরা। সেবারও জাগালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন জাগালো, সতীর্থ পেলেরা হয়ে যান শিষ্য। সেবার সেলেসাওরা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ। এর মাধ্যমে প্রথম বার কেউ ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ১৯৯৪ সালের বিশ্বকাপে জাগালো ছিলেন ব্রাজিলের সহকারী কোচ। সেবার চতুর্থ বিশ্বকাপ জিতে হলুদ জার্সিধারীরা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com