
ভারতকে টপকে সাদা পোশাকের ক্রিকেটে ফের এক নম্বরে ওঠেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হেরেছে ভারত। দ্বিতীয়টিতে জিতলেও সিরিজ ১-১ ড্র করায় রেটিং পয়েন্ট কমেছে রোহিত শর্মাদের।
ভারতের মাটিতে বিশ্বকাপ জয়ের পর সাদা পোশাকেও দুর্দান্ত খেলছে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম দুইটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা। সেই সাথে টেস্ট র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ফিরে পেয়েছে প্যাট কামিন্সের দল।
ভারতের রেটিং ১১৭ থেকে ১১৮ তে নেমে যাওয়ায় ফের শীর্ষে ওঠেছে অস্ট্রেলিয়া। তবে অজিদের রেটিং পয়েন্ট আরও বাড়তে পারে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টের পরই অজিদের রেটিং হালনাগাদ হবে।
এদিকে অস্ট্রেলিয়া, ভারতের পর এখন ১১৫ রেটিং নিয়ে তিনে আছে ইংল্যান্ড। এরপর ১০৬ রেটিং নিয়ে চারে দক্ষিণ আফ্রিকা এবং পাঁচে থাকা নিউজিল্যান্ডের রেটিং ৯৫। সাদা পোশাকের র্যাঙ্কিংয়ে ৫১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে নয় নম্বরে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]