
নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছেন ওয়ার্নার। সিডনিতে পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচের তৃতীয় দিনের খেলা চলছে আজ।
মেলবোর্ন থেকে সিডনি আসার পথে খোয়া গিয়েছিল টেস্ট অভিষেকের সময় পাওয়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওয়ার্নারের ব্যাগি গ্রিন ক্যাপ। ইন্সটাগ্রামে এক পোস্টে সেগুলো ফিরিয়ে দেয়ারও আকুতি জানিয়েছিলেন তিনি।
অবশেষে নিজের প্রিয় ব্যাগি গ্রিন ক্যাপগুলো চার দিন পর ফিরে পেয়েছেন ওয়ার্নার। ইন্সটাগ্রামে এক ভিডিওতে এ কথা তিনি নিজেই জানিয়েছেন। ক্যাপগুলো হাতে রেখে ওয়ার্নার বলেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। যেটি দারুণ সংবাদ।’
এদিকে ব্যাগি গ্রিনগুলো ফিরে পেলেও তা কিভাবে সম্ভব হল এ বিষয়ে কিছু জানাননি ওয়ার্নার। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট। সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে তাদের কাছে ক্যাপ কতটা বিশেষ কিছু। আমি এটি বাকি জীবনে মনে রাখব।’
এর আগে সিডনি টেস্ট শুরু আগে এক ভিডিওতে ওয়ার্নার জানিয়েছিলেন যে তাঁর ক্যাপগুলো খোয়া গেছে। সেগুলো ফেরত চেয়ে এক ভিডিওতে তিনি বলেছিলেন, ‘যদি এই ব্যাকপ্যাকই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাকপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]