
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের তিনটি নিয়মে পরিবর্তন এনেছে। এখন থেকে ফিল্ডিং দল স্টাম্পিংয়ের আবেদন করলে টিভি আম্পায়ার কট বিহাইন্ড চেক করবেন না।
কট বিহাইন্ডের পাশাপাশি কনকাশসন সাব ও মাঠের ইনজুরড প্লেয়ারের ক্ষেত্রেও নিয়ম সংশোধন করেছে আইসিসি।
৪ জানুয়ারি, বৃহস্পতিবার ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এতদিন ফিল্ডিং দল স্টাম্পিংয়ের আবেদন করলে আম্পায়ার কট বিহাইন্ড চেক করতেন। তবে আজকের পর থেকে কট বিহাইন্ড চেক করা থেকে বিরত থাকবেন তারা। কট বিহাইন্ড চেক করার জন্য ফিল্ডিং দলকে আম্পায়ারের কাছে আলাদাভাবে আবেদন করতে হবে।
আইসিসির বিবৃতি তুলে ধরে ক্রিকইনফো জানিয়েছে, ‘স্টাম্পিং রিভিউয়ে স্টাম্পড হয়েছে কি না, তা চেক করা হবে। তাই ফিল্ডিং টিমকে কট বিহাইন্ডের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।’
কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বদলি খেলোয়াড় বল করতে পারবেন না, যদি উঠে যাওয়া প্লেয়ার বোলিংয়ের ক্ষেত্রে নিষিদ্ধ হয়ে থাকেন। তাছাড়া ইনজুরড প্লেয়ার মাঠে ৪ মিনিটের বেশি চিকিৎসাও নিতে পারবেন না।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]