বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তামিমসহ তিনজন বাদ
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪১
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তামিমসহ তিনজন বাদ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এবারও ২১ ক্রিকেটারের থাকার সম্ভাবনা বেশি। বাদ পড়তে চলেছেন তামিমসহ তিনজন। নতুন যুক্ত হবেন চার। ইনজুরিতে বছরের বেশিরভাগ সময় এবাদত মাঠের বাইরে থাকায় তিনিও বাদের তালিকায়। তবে তাকে বিশেষ আর্থিক ভর্তুকি দেবে বিসিবি। এ মাসেই বোর্ড সভায় সবকিছু চূড়ান্ত হবে।


বিসিবিতে নতুন বছরের আলোচনা কেন্দ্রীয় চুক্তি। তামিম ইস্যুতে এতদিন যা ছিলো অনিশ্চয়তার মধ্যে। কারা হচ্ছে বেতনভুক্ত ক্রিকেটার প্রস্তুত সে তালিকা। এবারও সংখ্যাটা ২১ জনের। আগামী বোর্ড সভায় যা অনুমোদন পাবে।


ক্যারিয়ারে মাশরাফির মত একই সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ সাবেক অধিনায়কের। ইনজুরি, অবসর কান্ড, হেড কোচ হাথুরু ও বোর্ডের সঙ্গে মনোমালিন্যের জেরে গেলো বছর জাতীয় দলে অনিয়মিত ক্রিকেটার তামিম।


এ ওপেনারের সঙ্গে বাদ পরছেন মোসাদ্দেক সৈকত। অধারাবাহিক আফিফ হোসেনের নামও কাটা যাচ্ছে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে। ইনজুরি আক্রান্ত পেসার এবাদত। সেপ্টেম্বরের আগে ক্রিকেটে ফেরা কঠিন। চুক্তি নবায়ন না হলেও বোর্ডের বিশেষ বিবেচনায় পাবেন আর্থিক সুবিধা।


কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ তাওহীদ হৃদয়, মাহমুদুল হাসান ও তানজিম সাকিব। একাধিকবার রুকি ক্যাটাগরিতে থাকা স্পিনার নাঈম হাসানও পেতে যাচ্ছেন সুসংবাদ। এফটিপি অনুযায়ী এ বছর ১৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে প্রধান্য পেয়েছে টেস্ট দলের ক্রিকেটাররা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com