ফিফার বর্ষসেরা একাদশের মনোনয়নে ২৩ ফুটবলার
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:০২
ফিফার বর্ষসেরা একাদশের মনোনয়নে ২৩ ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপ ছাড়লেও এখনো খেলার ধার কমেনি বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইন্টার মায়ামির জার্সিতে মাঠ মাতাচ্ছেন মেসি, অন্যদিকে আল নাসরের জার্সিতে গোল বন্যা বইয়ে দিয়েছেন রোনালদো। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে ফিফার বর্ষসেরা স্কোয়াডের জন্য মনোনীত হয়েছেন দুইজনই। রোনালদো-মেসিসহ মনোনয়ন পেয়েছেন ২৩ ফুটবলার।


ফিফার বর্ষসেরা স্কোয়াডের জন্য মনোনীত ২৩ ফুটবলারের তালিকা থেকেই ১৫ তারিখ লন্ডনে ঘোষণা করা হবে সেরা একাদশ। মেসি-রোনালদো ছাড়াও সেই তালিকায় রয়েছে করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদ্রিচের মতো তারকা ফুটবলাররা।


ফিফার মনোনীত ২৩ সদস্যের স্কোয়াডে গোলরক্ষক রয়েছেন তিনজন। সাতজন করে মিডফিল্ডার এবং উইংগারও রয়েছেন সেই তালিকায়। সর্বোচ্চ ১০ জন জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগ থেকে যেখানে ৭ জন লা লিগার।


২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড


গোলরক্ষক-থিবো কোর্তোয়া, এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ


ডিফেন্ডার-রুবেন দিয়াজ, ফন ডাইক, এদার মিলিতাও, রুডিগার, জন স্টোনন্স, কাইল ওয়াকার


মিডফিল্ডার-জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, লুকা মদ্রিচ, রদ্রি, বের্নার্দো সিলভা, ফেদেরিকো ভালভার্দে


ফরোয়ার্ড-করিম বেনজেমা, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com