
টটেনহাম হটস্পারের সঙ্গে সাড়ে ছয় বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন সেনেগালের তরুণ মিডফিল্ডার পেপে ম্যাট সার। ২১ বছর বয়সী এই মিডফিল্ডার আনগে পোস্তেকগলুর অধীনে এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে ১৮ ম্যাচ খেলেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত টটেনহামে থাকবেন ম্যাট সার।
এ মাসে আফ্রিকান নেশনস কাপে সেনেগাল জাতীয় দলে জায়গা করে নিয়েছেন পেপে। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া পেপের আফ্রিকান নেশনস কাপে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রথম গোল করার পর প্রথমার্ধেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। আগামী ১৫ জানুয়ারি আইভরি কোস্টে অনুষ্ঠিত গাম্বিয়ার বিপক্ষে আফ্রিকান নেশনস কাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে।
২০২১ সালে মেটজ থেকে টটেনহামে যোগ দিয়েছিলেন পেপে ম্যাট সার। কিন্তু ফরাসি দলটিতে ২০২১-২২ মৌসুমে ধারে খেলেছেন তিনি। ২০২৩ সালের জানুয়ারিতে টটেনহামের জার্সি গায়ে তার অভিষেক হয়। এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে তিনি দুই গোল করেছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]