প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা শাহিন আফ্রিদি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১৭:৫২
প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা শাহিন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর র‍্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ১ নভেম্বর, বুধবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে।


বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো ছিলনা পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির। তবে বৈশ্বিক এ আসরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই নিজের আলোর দ্যুতি ছড়িয়ে ফর্মে ফিরেছেন তিনি।


এরই মধ্যে ১৬ উইকেট তুলে নিয়ে যৌথভাবে আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন তিনি। সবশেষ মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট শিকার করে ওয়ানডে ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলকে নাম তুলেছেন তিনি।


এবার এমন কীর্তির পরপরই সুখবর পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের রাজমুকুট মাথায় ছড়িয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি এ পেসার। এক লাফে সাত ধাপ এগিয়ে জস হ্যাজলউড-মোহাম্মদ সিরাজদের পেছনে ফেলেছেন তিনি।


র‍্যাঙ্কিংয়ে দ্য গ্রিন ম্যানদের এ পেসার শীর্ষে উঠায় দুইয়ে নেমে গেছেন অজি পেসার হ্যাজলউড। এছাড়া এক ধাপ করে পিছিয়েছেন সিরাজ, কেশব মহারাজ, ট্রেন্ট বোল্ট, রশিদ খান, কুলদীপ যাদব ও মুজিব-উর-রহমান।


ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে আফ্রিদির সতীর্থ বাবর আজম। তবে ক্রমেই দুইয়ে থাকা শুবমান গিলের সঙ্গে ব্যবধান কমছে পাকিস্তান অধিনায়কের। সবশেষ হালনাগাদে বাবরের রেটিং ৮১৮। স্রেফ দুই পয়েন্ট পিছিয়ে গিল।


ডেভিড ওয়ার্নার এক ধাপ এগিয়ে চতুর্থ, রোহিত শার্মা তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১১ ধাপ লাফ দিয়ে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছেন।


৩১৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন সাকিব আল হাসান। দুই ধাপ এগিয়ে নয় নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ১৪ ধাপ লাফিয়ে বসেছেন ১৭ নম্বরে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com