১৫৬ রানে আফগানদের গুটিয়ে দিল টাইগাররা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৪:১৭
১৫৬ রানে আফগানদের গুটিয়ে দিল টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে চলতি আসর শুরু করেছে টাইগাররা।


শনিবার ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১১২ রান করে ভালো পজিশনেই ছিল আফগানিস্তান। এরপর ৪৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানরা।


এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইবরাহিম জাদরান।


এরপর আফগান শিবিরে দ্বিতীয় আঘাতও হানেন সাকিব। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে ১৮ রান করার সুযোগ পান রহমত শাহ।


এরপর আফগান শিবিরে একের পর এক আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ, পেসার মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


অফ স্পিনার মিরাজের বলে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি ৩৮ বলে ১৮ রান করে আউট হন।


ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৬২ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৭ রান করেন গুরবাজ।


সাকিব আল হাসানের তৃৃতীয় শিকারে পরিণত হন নজিবুল্লাহ জাদরান। তিনি বোল্ড হয়ে ফেরেন।


এরপর নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবিকে বোল্ড করে ফেরেন তাসকিন আহমেদ। তার বিদায়ে ২৯.৬ ওভারে ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।


কফিনের সর্বশেষ পেরেকটি মারেন শরিফুল ইসলাম। শরিফুলের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ০ রানে সাজ ঘরে ফেরেন নাভীন উল হক। ফলে ৩৭.২ ওভারে ১৫৬ রানে অল আউট হন আফগানরা।


উল্লেখ্য, বোলিংয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা পারফরম্যান্স। এর আগে ২০১১ সালে নেদারল্যান্ডসকে ১৬০ রানে অলআউট করেছিল টাইগাররা। অবশ্য ২০১৫ বিশ্বকাপে এই আফগানিস্তানকে ১৬২ রানে অলআউট করেছিল বাংলাদেশ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com