বাংলাদেশের ঘূর্ণিতে এলোমেলো আফগানিস্তান
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৩:৪৪
বাংলাদেশের ঘূর্ণিতে এলোমেলো আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টাইগার বোলাররা এলোমেলো করে দিয়েছেন আফগানিস্তানের ব্যাটিং লাইনআপকে। ৩৪.২ ওভারে ১৫০ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছে সাকিব বাহিনী। এর মধ্যে সাকিব একাই নিয়েছেন ৩ উইকেট।


সবশেষ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার ব্যাক্তিগত অষ্টম ওভারে সরাসরি বোল্ড হয়েছেন রাশিদ খান। ১৬ বলে ৯ রান করেন আফগান অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ১৫৫ রান নিয়ে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও মুজিবুর রহমান।


শনিবার (৭ অক্টোবর) আফগানদের উদ্বোধনী জুটি ভাঙতেই পারছিল না টাইগাররা। শেষে সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপোকাত নাজিবউল্লাহ জাদরান। দ্বিতীয় ওভারে বল করতে এসেই জাদরানের উইকেট নিয়েছেন সাকিব। ২২ রান করা জাদরানকে ফেরান সাকিব। তার বলে তানজিদ তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ওপেনার।


এরপর রহমত শাহকে নিয়ে রানের চাকা ঘুরাচ্ছিলেন গুরবাজ। দুজনে মিলে ৩৬ রানের জুটি গড়ার পর পানি বিরতি দেয়া হয়। সেই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগে পানি বিরতির পরপর আবারও আঘাত হানেন সাকিব। এবার সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্রিজের ভেতরই লিটন দাসকে ক্যাচ দেন রহমত। ২৫ বলে ১৮ রান করেন আফগান ব্যাটার।


হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে বাউন্ডারি মারতে গিয়ে তাওহীদ ‍হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ৩৮ বলে ১৮ রান করে আউট হয়েছেন তিনি। শহীদি আউট হওয়ার পর আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন রীতিমতো বিপজ্জনক হয়ে উঠতে থাকা রহমানউল্লাহ গুরবাজ।


দলীয় ২৯তম ওভারে নিজের ষষ্ঠ ওভার করেন আসেন সাকিব। ওই ওভারে সরাসরি নাজিবউল্লাহ জাদরানের স্টাম্প ভেঙে দেন তিনি। ৫ রানে বিদায় নেন আফগান ব্যাটার।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com