শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে ভারতের ৮ম শিরোপা জয়
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৯
শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে ভারতের ৮ম শিরোপা জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে উঠে দাঁড়াবার কোনো সুযোগই দিলো না ভারত। সিরাজ ঝড়ে লন্ডভন্ড শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। মাত্র ৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ১৬তম এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত।


১৭ সেপ্টেম্বর, রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা-ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ভরাডুবি হয়েছে শ্রীলঙ্কার। মোহাম্মদ সিরাজ এবং হার্দিক পান্ডের বোলিং তোপে মোট ১৫ ওভার ২ বল খেলতে পেরেছে শ্রীলঙ্কা। তাতে ৫০ রানে অলআউট হয়েছে দাসুন শানাকার দল।


এশিয়া কাপে সর্বনিম্ন রানের রেকর্ড এখন লঙ্কানদের দখলে। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রান করে লজ্জার এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ২৩ বছর পর সেই রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা।


শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে আঘাত হানেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ইনিংসের তৃতীয় বলে তাকে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন কুশল পেরেরা (২ বলে ০)।


ইনিংসের চতুর্থ ওভারে সিরাজ-ঝড়। নিজের প্রথম ওভার মেইডেন দিয়ে শুরু করেছিলেন সিরাজ। পরের ওভারে এসেই তিনি দেখিয়েছেন ভয়ংকর রূপ। একে একে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান ৪ ব্যাটারকে।


ইনিংসের ৬ষ্ঠ ওভারে এসেই শানাকাকে বোল্ড করে নিজের ফাইফার পূরণ করেন। বলের হিসেবে এটি চামিন্দা ভাসের সঙ্গে যৌথভাবে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তার সমান ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক লঙ্কান পেসার।


শেষ পর্যন্ত ৭ ওভারে এক মেইডেনসহ মাত্র ২১ রানে ৬টি উইকেট নেন সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে নেন ৩ উইকেট। ২৩ রানের খরচে বুমরাহ বাকি একটা উইকেট নিলে ৫০ রানে থামে শ্রীলংকার ইনিংস।


ব্যাট করতে নেমে মাত্র ৩৭ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ক্যাপ্টেন রোহিত শর্মার পরিবর্তে শুভমান গিলের সাথে ঈশান কিষাণ ওপেনিংয়ে। দুই তরুণ ব্যাটারের রানেই ৮ম বারের মতো এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট ভারতের মাথায়।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com