৯ জেলায় বজ্রপাতে নিহত ১১
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:৪৩
৯ জেলায় বজ্রপাতে নিহত ১১
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারাদেশে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে ৯ জেলায় অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মাদারীপুরে দুইজন, শরীয়তপুরে দুইজন, হবিগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, গোপালগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ভোলায় একজন করে মারা গেছেন।


সোমবার (৬ মে) সকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।


মাদারীপুর: মাদারীপুরে সঞ্জীব বল্লভ (৩৫) ও বৈদ্য (৪০) নামের দুই ব্যক্তি মারা গেছেন। এর মধ্যে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে বজ্রপাতে সঞ্জীব বল্লভের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার পুরানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বজ্রাহত হয়েছেন দিগেন বৈদ্য (৪০) নামের আরও একজন।


শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আমেনা বেগম (২৬) ও কুলসুম বেগম (৩৮) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়ার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম। দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।


হবিগঞ্জ: হবিগঞ্জে বজ্রপাতে বজ্রাঘাতে দানিছ মিয়া নামে (৫৫) এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকালে রাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে তার মৃত্যু হয়। বাহুবল থানার (ওসি) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। দানিছ মিয়া উপজেলার চলিতাতলা মাদরাসার শিক্ষক।


নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দিলোয়ার মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার স্বরমুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।


গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাথর গ্রামে বজ্রপাতে দান কাটতে আসা এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। সোমবার (৬ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।


ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে মুরাদ মল্লিক (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কামরুল শেখ (৩৫) নামে আরেক কৃষক। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল ৩টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কাপাসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুরাদ মল্লিক উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়ার লকাই মল্লিকের ছেলে।


সিলেট: সিলেটের কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মাহতাব উদ্দিন মাতাই (৪৫) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দীঘিরপার ৩ নম্বর পূর্ব ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মাহতাব উদ্দিন মাতাই উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে।


ভোলা: ভোলায় মা‌ঠে কাজ করার সময় বজ্রপা‌তে এক কৃষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। তার নাম মো. ম‌হিবুল্লাহ (৪৫)। সোমবার (৬ মে) বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে ‌ভোলার ই‌লিশা ও ব‌রিশা‌লের মে‌হেন্দীগ‌ঞ্জের বাহাপুরের মাঝামা‌ঝি এলাকায় এ ঘটনা ঘ‌টে।


মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। বাড়ির পাশের ছড়ায় মাছ ধরতে গিয়ে সেখানেই মৃত্যু হয় তার। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সমুজ মিয়া (৩০)। তিনি ওই গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com