মেডিকেলে গরু-ছাগল দিয়ে ড্যাবের ভূরিভোজ, ব্যাপক সমালোচনা
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৩:১৫
মেডিকেলে গরু-ছাগল দিয়ে ড্যাবের ভূরিভোজ, ব্যাপক সমালোচনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গরু-ছাগল দিয়ে ভূরিভোজের আয়োজন করে ড্যাবের একাংশ (ডোনার)। এ নিয়ে ক্ষোভ ও অসন্তুষ্ট দেখা দিয়েছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। বইছে সমালোচনার ঝড়।


রবিবার (২০ জুলাই) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় গরু ও খাসি দিয়ে মেজবানি ভোজের মাধ্যমে মতবিনিময় সভার আয়োজন করে ড্যাবের একাংশ।


জানা গেছে, এই মতবিনিময় সভা উপলক্ষ্যে ওইদিন সকাল থেকেই টিএসসি ক্যাফেটেরিয়ার সামনে গরু ও খাসি প্রদর্শনের মাধ্যমে রান্নার আয়োজন করা হয়।


প্রক্টরের দায়িত্বপ্রাপ্ত ডা. শেখ ফরহাদ হোসেনের নেতৃত্বে বিএমইউয়ের ড্যাবের সদস্যরা সবাইকে মতবিনিময় সভায় হাজির হতে বলেন। এবং অফিস চলাকালীন সময়ে বেলা ১১টায় এ মত বিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য প্রক্টরের এরূপ গণসংযোগ ও মেজবানি দিয়ে সভায় উপস্থিতি বাড়ানোর প্রচেষ্ঠায় বিএমইউ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


এ বিষয়ে জানতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ ফরিদকে একাধিক বার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com