
মোংলায় কাস্টম হাউসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর কাস্টমস হাউস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউস, মোংলার কর্মকর্তা ও সিএনএফ এজেন্টদের সাথে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১ টায় মোংলা কাস্টম হাউস সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময়জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আমদানি কার্গো কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পরে থাকা পণ্যের দ্রুত নিষ্পত্তিকল্পে পরামর্শ প্রদান করেন। সিএন্ডএফ এজেন্ট, শ্রমিক ও আমদানিকারকের প্রতিনিধির সাথে তাদের কোন সমস্যা রয়েছে কি না তা জানতে চান ও সমাধানকল্পে পরামর্শ প্রদান করেন। মোংলা বন্দর ব্যবহারকারীরা মোংলা বন্দর ব্যাবহার করলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমবে একইসাথে মোংলা বন্দর ব্যাবহার বাড়বে এবং স্বাচ্ছন্দে আমদানি-রপ্তানি করতে পারবে।
একইসাথে দেশ ও রাষ্ট্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরবিচ্ছিন্নভাবে বন্দরের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় মোবিনুল কবীর, মেম্বার, কাস্টমস পলিসি, মো: মোস্তাফিজুর রহমান, মেম্বার কাস্টমস ও ভ্যাট প্রশাসন,সিএনএফ, মোংলা কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]