
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকশায় এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জুর বানু উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নাথপাড়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী জুর বানুর ছেলে আব্বাস মিয়া জানান, মা ইসলামবাদ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর যাওয়ার পথে সিএনজিতে ওঠেন। চালক ও যাত্রীবেশে থাকা দুই ছিনতাইকারী গাড়ির গন্তব্য পরিবর্তন করে ভেতরের রাস্তা দিয়ে যাবে বলে একপর্যায়ে তারা হাতুড়ি দিয়ে আঘাত করে ১ লাখ ৬৪ হাজার টাকা, ১২ আনা স্বর্ণের চেইন ও ৫ আনা কানের দুল ছিনিয়ে নেয় এবং বিজয়নগরের রামপুর এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আমি ছুটিতে ছিলাম, এ বিষয়ে অবগত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]