পঞ্চগড়ে ২৮ মিথ্যা মামলা নিষ্পত্তি, ৩ হাজারের বেশি আসামি মুক্ত
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৫:০৭
পঞ্চগড়ে ২৮ মিথ্যা মামলা নিষ্পত্তি, ৩ হাজারের বেশি আসামি মুক্ত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির চত্বরে পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (২২) জুলাই এ সংবাদ সমমেলন করেন পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড আদম সুফি।।


এসসয় তিনি বলেন, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ, পুলিশ বিভাগের আন্তরিকতায় এবং সরকারের বিবেচনায় যেসব হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয় সেসব মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। বিগত সরকারের সময় রাজনৈতিকভাবে হয়রানী করার জন্য এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এমন ২৮ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় প্রায় ৩ হাজারেরও বেশি আসামি করা হয়েছিল। আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে।


এসময় সংবাদ সন্মেলনে স্পেশাল পিপি জাকির হোসেন, অতিরিক্ত পিপি এড খলিলুর রহমান, এড ইয়াছিনুল হক দুলাল, এড আনোয়ার হোসেন, এড আনোয়ারা বেগম, এড মোহাম্মদ আলী, এপিপি আব্দুল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com