পূবাইলে সিনিয়র শিক্ষকদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৫:৩৫
পূবাইলে সিনিয়র শিক্ষকদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা
টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের টঙ্গীতে পূবাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মুজিবুর রহমান শেখের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে বিদ্যালয়ে এক রাজকীয় ও হৃদয়ছোঁয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় আরও ১২ জন অবসরপ্রাপ্ত সাবেক শিক্ষককেও সম্মান জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে রাখা হয়। যা অনুষ্ঠানে এক আবেগঘন মাত্রা যোগ করে।


সোমবার (২১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বিরল সৌহার্দ্য, শিক্ষার্থীদের মাঝে আবেগ এবং আমন্ত্রিত অতিথিদের সম্মান জানানো এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটে।


সকালে ব্যান্ড পার্টি এনে ফুল ছিটিয়ে সকল শিক্ষকদের বরণ করে নেয় স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এমন সম্মাননা পেয়ে শিক্ষকরা আবেগাপ্লুত হয়ে পড়েন, আর শিক্ষার্থীদের চোখে ছিল কৃতজ্ঞতা ও ভালোবাসার আলো।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিরা। তাঁরা সবাই বিদায়ী শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রায় চার দশক ধরে শিক্ষা ও মানবিকতা ছড়িয়ে দেওয়া এই শিক্ষক তাঁর নিষ্ঠা, আদর্শ এবং ভদ্র আচরণের মাধ্যমে শিক্ষকতা পেশাকে করেছেন গৌরবান্বিত।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবাইল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষক, যাঁদের সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনায় অংশগ্রহণ এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মাহমুদুল হক, সোবাহান ভূঞা, শ্রী সুনীল চন্দ্র দাস, ইকবাল হোসেন, আজিম খান, নজরুল ইসলাম খান, শ্রী সত্য রঞ্জন দাস, শফিকুল ইসলাম,!


বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মতে, গত ২৫ বছরের শিক্ষা জীবনে এ ধরনের আয়োজনে এত গভীর আবেগ ও রাজকীয়তা আগে কখনও দেখা যায়নি। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন এবং তাঁদের প্রিয় শিক্ষকদের স্মরণ করে চোখে আনা আবেগঘন পরিবেশ সকলকে আপ্লুত করে তোলে।
পরে বিদায়ী শিক্ষকদের মাঝে বিদ্যালয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ উপহার তুলে দেওয়া হয়। উপহার গ্রহণের সময় অনেকে আবেগ ধরে রাখতে পারেননি।


অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকেরা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিদ্যালয়ের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। বিদায় নিলেও মন পড়ে থাকবে এই প্রিয় শিক্ষাঙ্গনে।এটি ছিল এমন এক বিদায়ী সংবর্ধনা, যা পূবাইল উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


বিবার্তা/রাজিব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com