
অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে তিনটি ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা করেছে পাবনা পরিবেশ অধিদপ্তর।
এসময় ইটভাটা তিনটির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।
৬ মে, সোমবার দুপুরে পাবনা সদর থানার চর আশুতোষপুর এলাকায় উপজেলার মেসার্স কেআরবি ব্রিক্সকে ৩ লক্ষ টাকা, মেসার্স এআরবি ব্রিক্সকে ৩ লক্ষ টাকা এবং মেসার্স আর এ বি ব্রিকসকে ৩ লক্ষ টাকা মিলে মোট ৯ লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. আব্দুল মমিন। এ সময় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]