মায়ামি-আটলান্টার ম্যাচে খেলছেন না মেসি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৭
মায়ামি-আটলান্টার ম্যাচে খেলছেন না মেসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামেননি লিওনেল মেসি। হালকা চোট নিয়ে অস্বস্তিতে থাকায় পুরো সময়েই তিনি ডাগআউটে বসে ম্যাচটি দেখেছেন। অবশ্য তাতেও আকাশী-সাদা জার্সিধারীদের জয় পেতে কোনো অসুবিধাই হয়নি।


১৬ সেপ্টেম্বর, শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচেও বিশ্রামে থাকছেন আর্জেন্টাইন মহাতারকা। জানা গেছে ম্যাচ খেলতে তিনি দলের সঙ্গে যাননি।


আটলান্টার বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাতে এমএলএস-এ ম্যাচ খেলবে মিয়ামি। টানা ম্যাচ খেলার ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হচ্ছে মেসিকে। এমনটাই জানায় ইএসপিএন ও ফক্স স্পোর্টসের আর্জেন্টাইন সাংবাদিক ফেদেরিকো বুয়েনো।


ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, মেসি খেলতে আসবেন জেনে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত ছিলেন আটলান্টার সমর্থকসহ মিয়ামি ভক্তরা। যার জন্য আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছিল চড়া দামে। ৬৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছিল নিমেষেই।


ইউরোপীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, মেসি খেলতে আসবেন বলে চড়া মূল্যে টিকিট বিক্রি করতে ছিলেন আটলান্টা কর্তৃপক্ষ। যেখানে সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১২৫ ডলার, বাংলাদেশি হিসেবে যা প্রায় ১৩ হাজার ৭০০ টাকার সমান। তবে যাকে নিয়ে এতো প্রস্তুতি শেষমেশ সেই লিওনেল মেসিই আসছেন না আটলান্টায়! রাতে তাকে ছাড়ায়ই মাঠে নামতে যাচ্ছে ইন্টার মিয়ামি।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট আছে। তাই ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ২০ সেপ্টেম্বর টরন্টোর বিপক্ষের ম্যাচেও তার না খেলার সম্ভাবনা রয়েছে।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com