ফাইনাল খেলা হচ্ছে না মাহিশ থিকসানার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৩
ফাইনাল খেলা হচ্ছে না মাহিশ থিকসানার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়া কাপে শ্রীলংকার কাছে হেরে বাদ হয়েছে বাংলাদেশ। সে ম্যাচে তাওহিদ হৃদয় ব্যাট হাতে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। ঠিক তখনই মাহিশ থিকসানার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন হৃদয়। শ্রীলংকাকে ফাইনাল পর্যন্ত নিতে বল হাতে প্রতিপক্ষকে বারংবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, নিয়েছেন উইকেট। সেই থিকসানা চোটের কারণে ছিটকে গেলেন এশিয়া কাপের ফাইনাল থেকে।


চলতি বছর ওয়ানডেতে তার উইকেট ৩১টি, শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার মাহিশ থিকসানা। হ্যামস্ট্রিংয়ের চোটে ফাইনালের আগে ছিটকে পড়েছেন থিকসানা। তবে লঙ্কানদের জন্য কিছুটা স্বস্তির খবর, আগামী মাসে শুরু বিশ্বকাপে এ স্পিনারের খেলা নিয়ে অনিশ্চয়তা নেই। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চোটে পড়েন থিকসানা।


লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, থিকসানার গ্রেড থ্রি ইনজুরি হয়েছে। তবে এই চোট খুব একটা গুরুতর নয়। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ, তাই থিকসানাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।


থিকসানার অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে দেখা যেতে পারে আরেক লেগস্পিনার দুশান হেমন্তকে। এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলেছেন তিনি। লেগস্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও আয়ত্তে আছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি এবং লিস্ট 'এ' তে একটি সেঞ্চুরি আছে এই লেগস্পিনিং অলরাউন্ডারের।


বিবার্তা/পুলক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com