এবার বাংলাদেশে আসবেন ডি মারিয়া
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১৭:২৪
এবার বাংলাদেশে আসবেন ডি মারিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার বাংলাদেশে পা রাখতে চলেছেন আরও এক আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। ঠিক একমাস আগেই এসে ঘুরে যান ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।


ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় পশ্চিম বাংলার কলকাতায় আসবেন ডি মারিয়া। সেই উপলক্ষ্যে একদিনের সফরে বাংলাদেশেও আসতে পারেন ৩৫ বছর বয়সী তারকা এই ফুটবলার। গত মাসে মার্টিনেজ কলকাতার যে ক্রীড়া উদ্যোক্তার মাধ্যমে এসেছিলেন, সেই শতদ্রু দত্তই নিয়ে আসছেন ডি মারিয়াকে।


ডি মারিয়া বাংলাদেশ সফরে আসবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। যদিও ব্যাপারটি এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শতদ্রু দত্ত।


এ প্রসঙ্গে মঙ্গলবার (৮ আগস্ট) তিনি বলেছেন, কলকাতা থেকে ডি মারিয়াকে বাংলাদেশে আনার ব্যাপারটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২৩ অক্টোবর এ নিয়ে কাজ করব।


মার্টিনেজের বাংলাদেশ সফরের সময় ডলার বিনিময়সহ বেশ কিছু বিষয়ে জটিলতা ছিল। তাকে এক পলক দেখতে পারেননি দেশের ক্রীড়ামোদী সমর্থকরা। এছাড়া মাত্র ১১ ঘন্টার সফরে ঘটেছে একটি অনাকাঙ্খিত ঘটনা। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অনেক চেষ্টা করেও এয়ারপোর্টে মার্টিনেজের সঙ্গে দেখা করতে পারেননি।


এদিকে এই ঘটনা সামনে আসার পর জামালের জন্য নিজের স্বাক্ষরিত একটি জার্সি শতদ্রু দত্তকে দিয়েছিলেন মার্টিনেজ। তবে এক মাস পেরিয়ে গেলেও জামাল সেই জার্সি এখনো হাতে পাননি।


এই প্রসঙ্গে শতদ্রু বলেন, আমি বাংলাদেশে আসলে সেটি নিয়ে আসব। ডি মারিয়ার বিষয়ে কাজ করতে আসা হতে পারে তখন দিয়ে দেব।


মার্টিনেজের সংক্ষিপ্ত সফরটি আলোচনার চেয়ে সমালোচনার জন্মই দিয়েছিল বেশি। ভারতের ক্রীড়া উদ্যোক্তার কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ক্রীড়ামোদীদের আবেগ ব্যবসায়ের উপলক্ষ্য হিসেবে মনে করছেন অনেকে। ডি মারিয়ার বিষয়টি কোন পর্যন্ত গড়ায় সেটাই দেখার বিষয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com