মেসিকে টপকে গিনেজ বুকে রোনালদো, তিনে এমবাপ্পে
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১৭:১৬
মেসিকে টপকে গিনেজ বুকে রোনালদো, তিনে এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত মে মাসে ফোর্বসের সবেচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তারই প্রেক্ষিতে এবারে তিনি জায়গা করে নিলেন গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।


এ বছরের ১ মে পর্যন্ত করা এ হিসাবে এক বছরে রোনালদোর আয় ছিল ১৩ কোটি ৬০ লাখ ডলার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের অনলাইনে এ খবর নিশ্চিত করা হয়েছে।


সবশেষ বছরে লিওনেল মেসি ছিলেন সবচেয়ে বেশি অর্থ আয় করা অ্যাথলেট। এ বছর মেসির আয় ১৩ কোটি লাখ ডলার। শীর্ষস্থান পুনরুদ্ধার করা রোনালদো এ নিয়ে ১৭তম বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন।


গত মে মাসে ফোর্বস বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেটদের নাম প্রকাশ করে। যেখানে মেসিকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন রোনালদো।


গত এক বছরে ফুটবল খেলে রোনালদো আয় করেছেন ৪ কোটি ৬০ লাখ ডলার। যেখানে আছে তার বেতন, প্রাইজ মানি এবং বোনাস। এবং মাঠের বাইরে নানাভাবে সিআরসেভেনের আয় ছিল ৯ কোটি ডলার। এখানে আছে তার স্পনসরশিপ চুক্তি, দূত হিসেবে উপস্থিতি এবং নিজের ব্যবসা।


মেসি এক বছরে আয় করেছেন ১৩ কোটি ডলার এবং তালিকার তিন নম্বরে থাকা কিলিয়ান এমবাপ্পের আয় ১২ কোটি ডলার।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com