টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ; দলে আছেন তিন পেসার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১৮:১৬
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ; দলে আছেন তিন পেসার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির শঙ্কা নিয়েই টস করতে নামেন দল দুটির অধিনায়করা। তবে সিলেটের আবহাওয়া এখন বেশ রৌদ্রোজ্জ্বল এবং আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই!


একাদশে তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাদশে আছেন তৃতীয় ওয়ানডেতে চার উইকেট নেয়া পেসার শরিফুল ইসলাম। সেইসঙ্গে একাদশে আছে তিন স্পিনারও। সাকিবের সঙ্গে বল ঘুরাবেন মেহেদি মিরাজ ও নাসুম আহমেদ।


আগে ফিল্ডিং নেয়ার কারণ হিসেবে সাকিব বলছেন, উইকেট ভালো হচ্ছে। ৪০ ওভারই ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। টি-টোয়েন্টি সব সময়ই মোমেন্টামের ব্যাপার। আফগানিস্তান ভালো দল। ভালো একটি চ্যালেঞ্জ। ছেলেরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সিলেটের উইকেট ক্যারি ও বাউন্স আছে, সেটি কাজে লাগাতে হবে আমাদের।


আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ড তেমন ভালো নয় বাংলাদেশের। দুই দলের মুখোমুখি ৯ লড়াইয়ে ৬টিই জিতেছে আফগানিস্তান, বাংলাদেশের জয় ৩টি। ঘরের মাঠে এবার আফগানদের বিপক্ষে জয়ের রেকর্ড বাড়িয়ে নেয়ার পালা টাইগারদের।


বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।


আফগানিস্তান একাদশ: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।


বিবার্তা/আরমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com