
রাজধানীতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। ভিজছে রাজধানীর সড়ক মহাসড়ক, সড়কের পাশের গাছপালা, ভবনের ছাদ। এতে স্বস্তি নেমে এসেছে নগরবাসীর মধ্যে।
১১ মে, শনিবার সকাল থেকেই ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে গেছে। সকাল ৭ টা থেকে মেঘের গর্জন শুরু হলেও সাড়ে ৭টার পরপরই ঝুম বৃষ্টি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নগরজুড়ে স্বস্তি ফিরে এসেছে।
এদিকে সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস-আদালত বন্ধ হলেও সকালের হঠাৎ বৃষ্টিতে বেশ বিপাকে পড়তে দেখা গেছে শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীদের। যারা কাজে বের হয়েছেন তারা ভিজে গেছেন। আবার অনেকেই বের হতে পারেননি ঘর থেকে। আর বৃষ্টি শুরুর পরই ঢাকার সড়কে যানবাহনের চলাচলও সীমিত হয়ে পড়ে।
এর আগে, রাতেই দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল, ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]