তামিমের অবসর ‘প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত’: জালাল ইউনুস
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১৬:৪৩
তামিমের অবসর ‘প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত’: জালাল ইউনুস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। তবে অধিনায়কের এই সিদ্ধান্তকে নিতান্তই ‘প্রি-ম্যাচুউর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।


তামিমের অবসর প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে (তামিম) আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।


৬ জুলাই, বৃহস্পতিবার চট্টগ্রামে একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তামিম।


তিনি জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।


তিনি যোগ করেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।


সংবাদ সম্মেলনে তামিম তার দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে সবসময় পাশে থাকার জন্য কোচ, বিসিবিসহ সতীর্থদের ধন্যবাদ জানান।


উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। ২০২০ সালে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ এবং ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান করেছেন ক্রিকেটার তামিম। ৭৮ টি-টোয়েন্টিতে তিনি এক হাজার ৭৫৮ রান রয়েছে তামিমের।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com