
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার একটি বাসা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাড্ডা পুলিশ।
৪ মে, শনিবার দুপুরের দিকে সাতারকুল পূর্ব পদরদিয়া এলাকার একটি টিনশেড বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) আয়েশা সিদ্দিকা সোমা মুঠোফোনে জানান, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে আজ দুপুরে সাতারকুল ব্রিজের কিছু আগে পদরদিয়া এলাকায় জামির মিয়ার টিনশেড বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ হবে।
তিনি বলেন, এলাকার লোক জনদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে চার দিন আগে ঘরটি ভাড়া নেয়। পরে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকার লোকজন থানায় খবর দিলে ঘর থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গত দুই একদিন আগে ওই নারী মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]