
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান ওরফে মাসুদকে (৫৯) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ( ৪ মে ) রাত পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পিরোজপুর সদর উপজেলার মৃত শামসুর রহামানের ছেলে।
র্যাব জানান, ওই দিন সকাল ১০টার দিকে বরিশাল র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকার বাসাবো থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২০১৭ সালের ৫ নভেম্বর ঢাকার তোপখানা এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবা ও কিছু ফেন্সিডিল সহ পুলিশ তাকে গ্রেফতার করেন।
ওই মামলায় সে অভিযুক্ত প্রমাণিত হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন। এ ছাড়া তার নামে ঢাকার মতিঝিল থানায়ও দুইটি মাদক মামলা রয়েছে। ওই দুটি মামলায়ও সে সাজাপ্রাপ্ত আসামি। এর আগে ওই সব মামলায় জামিন হলে সে দীর্ঘ দিন নিজের পরিচয় গোপন রেখে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সে অবস্থান করতো। ওই সব মামলায় যাবজ্জীবন সাজা হলে র্যাব তাকে খুঁজতে থাকে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]