
খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা ও শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ মে) ভোর সাড়ে ৫ টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং ইউপির মধ্য বেতছড়ির গোরস্তান পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে দমকা বাতাসসহ বৃষ্টির সময় মধ্য বেতছড়ির ছাদেক মিয়ার বাসায় বজ্রপাতে বসতঘরে আগুন লাগে এবং বসতঘরের ভিতরে থাকা তার স্ত্রী হাসিনা বেগম (৩০) ও সন্তান হানিফ মিয়া (৮) আগুনে দগ্ধ হয়ে পুড়ে যায়। এ ঘটনায় তার বড় ছেলে মো. হাবিজ (১১) ঘরের বাহিরে থাকায় প্রাণে বেঁচে যায়।
এদিকে বজ্রপাতের পর বসতঘরে আগুন লাগলে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় প্রতিবেশী মো. জাহিদ জানান, ভোরে বৃষ্টির সময় অতর্কিত বজ্রপাতের শব্দ শুনতে পাই। পরে কান্নার শব্দ শুনে এসে দেখি আগুনে বসতঘর পুড়ছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মা ও শিশুসহ দুটি লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানান, আমরা ভোর সাড়ে ৫ টার দিকে বজ্রপাতে বসতঘর আগুনে পুড়ে এক মা ও তার সন্তান নিহতের খবর পাই। ঘটনা স্থলে এসে মা ও সন্তানের লাশ শনাক্ত করি, লাশ শনাক্ত শেষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বিবার্তা/ আল-মামুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]