নাহিদাকে নিয়ে মন্তব্য, তোপের মুখে শ্রীলংকান ধারাভাষ্যকার
প্রকাশ : ১১ মে ২০২৩, ০১:২৬
নাহিদাকে নিয়ে মন্তব্য, তোপের মুখে শ্রীলংকান ধারাভাষ্যকার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ নারী দলের ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করে তোপের মখে পড়েছেন শ্রীলংকান ধারাভাষ্যকার রোশন আবেসিঙ্ঘে। তাকে ধারাভাষ্য থেকে নির্বাসিত করার দাবি উঠেছে।


শ্রীলংকার কলম্বোয় বাংলাদেশ বনাম শ্রীংকার নারী দলের মধ্যে একটি টি-টোয়েন্টি ম্যাচে। শ্রীলংকার ইনিংসের ১৩তম ওভারে বল করছিলেন বাংলাদেশের স্পিনার নাহিদা আখতার।


তার করা ওভারের তৃতীয় বলে ‘নো’ ডাকেন আম্পায়ার। সেই সময় ধারাভাষ্যকার রোশন আবেসিঙ্ঘে বলেন, ‘এই নো বল ক্ষমার অযোগ্য। তার দুটো কারণ আছে। এক, স্পিনার নো বল করেছে। দুই, একজন নারী নো বল করেছে। নারীদের পা বেশি দূরে যায় না। তাই ওদের নো বল করা উচিত নয়।’


রিভিউতে দেখা যায় নাহিদার পা ক্রিজের ভিতরেই ছিল; কিন্তু বল করার সময় তার হাত লেগে উইকেট ভেঙে যায়। তাই নো-বল ডাকেন আম্পায়ার। তখন আবেসিঙ্ঘে আবার বলেন, ‘আমি তো সেই কথাই বলছিলাম। একজন নারীর পা বেশি দূরে যায় না।’


আবেসিঙ্ঘের এমন মন্তব্য ভালোভাবে নেননি দর্শকরা। তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনা শুরু করেন। আবেসিঙ্ঘের মন্তব্যের জন্য তাকে ধারাভাষ্য থেকে নির্বাসনের দাবি জানান।


এমন মন্তব্যে বিতর্ক শুরু হলে আবেসিঙ্ঘে ক্ষমা চেয়ে লিখেছেন- ‘আমি কাউকে হেনস্তা বা আঘাত করার জন্য এ কথা বলিনি। ক্রিকেটীয় কথা বলেছিলাম। কিন্তু তারপরও যদি কারও খারাপ লাগে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’


মঙ্গলবার কলম্বোয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে স্বাগতিকরা। টার্গেট তাড়ায় ১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।


সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com