বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশ : ১১ মে ২০২৪, ১২:১০
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সূচিতে তিন সংস্করণের সিরিজই আছে। এই সিরিজের সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।


ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকেও আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজ।


আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।


টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।


ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।


এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল টাইগাররা। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।


একনজরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি-


প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা


দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা


প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস


দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস


তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস


প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট


দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট


তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com