যেভাবে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ
প্রকাশ : ০৯ মে ২০২৩, ১৬:৫৭
যেভাবে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগেই জানা গিয়েছিল বাংলাদেশের কোন টেলিভিশনই ইংল্যান্ডে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ সম্প্রচার করছে না। এতে বেশ বিপাকে পড়েছিল বাংলাদেশি সমর্থকরা। তবে ক্রিকেটপাগল বাংলাদেশের সমর্থকদের খেলা দেখা থেকে বঞ্চিত করছে না ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে এ সিরিজ উপভোগ করতে পারবেন দর্শকরা। সাধারণত আইসিসি টিভিতে খেলা দেখতে টাকা খরচ করতে হলেও এই বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার এই সিরিজটা বিনামূল্যেই উপভোগ করতে পারবেন বাংলাদেশি সমর্থকরা।


খেলা দেখতে ব্যক্তিগত ইমেইল আইডির মাধ্যমে আইসিসি ফ্যান অ্যাকাউন্ট খুলে তিন ম্যাচের এই সিরিজ দেখা যাবে। আইসিসি টিভির হোম পেজের সূচিতে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের এই সূচি ইতোমধ্যে দেওয়া হয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা না দেখা গেলেও আয়ারল্যান্ডসহ অন্য জায়গায় দেখা যাবে। আয়ারল্যান্ডে খেলা সম্প্রচারের দায়িত্ব পেয়েছে প্রিমিয়ার স্পোর্টস।


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com